1. live@www.shilpasamachar.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.shilpasamachar.com : শিল্প সমাচার :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন দশকের পথচলায় পরিণত অভিনেত্রী জয়া আহসান: একান্ত সাক্ষাৎকার টালিউডে চাঞ্চল্য: অভিনেত্রী পূজা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুটি চলচ্চিত্রের মনোনয়ন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ভিড়ে ব্যতিক্রমী তানিম নূরের ‘উৎসব’ ‘তাণ্ডব’ সিনেমায় ঈদের হাউসফুল জয়যাত্রা ঈদের ছয় সিনেমায় রেটিং চমক; দর্শকদের উচ্ছাস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী’র ঐতিহাসিক অর্জন নজরুল জন্মবার্ষিকীতে ছায়ানটে অনুষ্ঠিত হল ‘ঠুমরীর জলসা’ মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননায় ভূষিত বরেণ্য অভিনেতা আবুল হায়াত আমলনামা: অতীতের দায়, বর্তমানের যন্ত্রণা- এক বাস্তবমুখী চিত্রপট

গুরু পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ছন্দকলার বিশেষ আয়োজন

শিল্প ও সংস্কৃতি ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

একের পর এক চমকপ্রদ পরিবেশনা ও সংগীতবোদ্ধা দর্শক-শ্রোতাবৃন্দের মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়েছিল একটি সংগীত প্রাঙ্গণ। গত ২৬ এপ্রিল ২০২৫ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষার্থী, গুরু-শিষ্যের অভূতপূর্ব মিলন মেলায় রূপ নেয় গুরু পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ছন্দকলা আয়োজিত অনুষ্ঠান পেশকার।

এ প্রসঙ্গে ছন্দকলার কর্ণধার বিশিষ্ট তবলাগুরু মো: রাশেদুল হাসান জীবন বলেন, মূলত ছন্দকলাকে তিনি শুদ্ধ সাংস্কৃতিক চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত করতে চান, যেখানে নিয়মিতভাবে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন উদীয়মান শিক্ষার্থীরাও তাদের প্রতিভাকে বিকশিত করা সুযোগ পাবে।

বক্তব্য প্রদান করছেন ছন্দকলার কর্ণধার রাশেদুল হাসান জীবন

বিশিষ্ট তবলা শিল্পী সরূপ হোসেন এর প্রাণবন্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বিশেষ অতিথিবৃন্দ ও প্রাধান অতিথির বক্তব্যের পর মূল আয়োজন শুরু হয় ছন্দকলার শিক্ষার্থীদের তবলা বৃন্দবাদনের মাধ্যমে।

বক্তব্য প্রদান করছেন তবলা শিল্পী সরূপ হুসাইন, সহকরী অধ্যাপক, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

পটদীপ রাগে খেয়াল পরিবেশন করেন বিশিষ্ট সংগীতগুরু পূর্ণ চন্দ্র মণ্ডল এর শিষ্য অপরাজিত সাহা। এরপর মঞ্চে ওঠেন ইলহাম ফুলঝুরি খান, ইশরা ফুলঝুরি খান। সরোদে রাগ দেশ পরিবশনের মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দের মন জয় করেন। পরবর্তী পরিবেশনায় সংগীতগুরু ইমামুর রশিদ খান তাঁর আরোহী সংগীত নিকেতনের শিক্ষার্থীদের নিয়ে সমবেত কন্ঠে খেয়াল পরিবশেন করেন।

বক্তব্য প্রদান করছেন প্রফেসর কৃষ্টি হেফাজ, অধ্যক্ষ, সরকারি সংগীত কলেজ

এরপর বিশিষ্ট উচ্চাঙ্গসংগীত শিল্পী ও সংগীতগুরু সাইফুল তানকার তাঁর চার শিষ্যকে নিয়ে মঞ্চে ওঠেন। প্রণামী পোদ্দার, প্রিয়ন্তি পোদ্দার, আর্য শ্রেষ্ঠা ঘোষ ও সুদীপ দত্ত অহন একে একে শুদ্ধ সারং, পুরিয়াধানেশ্রী, ইমন ও যোগ রাগে খেয়াল পরিবেশনার মাধ্যমে উপস্থিত সকলের মনে বিশেষ স্থান করে নেয়। পরবর্তী পরিবেশনায় ড. শিউলী ভট্টাচার্যীর পরিচালনায় সর্বজয়া সম্মিলিতভাবে বেহালাবাদনে মঞ্চ মাতিয়ে তোলেন।

সরোদে রাগ দেশ পরিবেশনরত ফুলঝুরি সিসটার্স

শাস্ত্রীয় পরিবেশনার পাশাপাশি উপশাস্ত্রীয় ও বাংলাগানও পরিবেশিত হয় অনুষ্ঠানের শেষভাগে। রাগপ্রধান বাংলাগান ও গজল পরিবেশন করেন ঊর্ব্বি সোম, শিক্ষক, সরকারি সংগীত কলেজ এবং শিক্ষার্থী শোভন মজুমদার। বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ছন্দা চক্রবর্তীর দুই শিষ্য পরিবেশন করেন নজরুলসংগীত। এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. একা সাহলার শিষ্য তন্মী দেব ও প্রমিলা রায়। সবশেষে ঝাঁপতালে সজীবের একক তবলাবাদন ও মুরাদ হোসেন এবং শ্রীকৃষ্ণ গোপালের কণ্ঠে লোকসংগীতের সুরে সুরে অনুষ্ঠোনের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর কৃষ্টি হেফাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইন্দুপ্রভা দাস, প্রাক্তন অধ্যক্ষ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, প্রফেসর নাদিয়া সোমা সামাদ, উপাধ্যক্ষ, সরকারি সংগীত কলেজ এবং বিশিষ্ট তবলা শিল্পী সরূপ হোসেন, সহকারী ‍অধ্যাপক, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট