বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক গৌরবময় মুহূর্ত এনে দিয়েছে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে মনোনয়ন পেয়েছে দেশের দুটি চলচ্চিত্র—একটি স্বল্পদৈর্ঘ্য এবং একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র।
মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি হলো ‘দ্য পেয়ার অফ হোয়াইট পিজিয়ন্স’, পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ শৌমিক। আর তথ্যচিত্রটির নাম ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অফ ফ্লাডস’, যা পরিচালনা করেছেন অ্যাঞ্জেলোস র্যালিস। তথ্যচিত্রটি গ্রীস, ফ্রান্স, জার্মানি ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
‘দ্য পেয়ার অফ হোয়াইট পিজিয়ন্স’ চলচ্চিত্রটি পরিচালক শাহরিয়ার আজাদের শৈশবের স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। যশোরের ঝিকরগাছার একটি গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই নির্মাতা বলেন, “এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমার শৈশবের আবেগ, গ্রামীণ সমাজ ও প্রকৃতি, এবং মানুষের অভ্যন্তরীণ মানসিক জটিলতার প্রতিচ্ছবি। গল্পটির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একজোড়া সাদা পায়রা।” সিনেমাটিতে অভিনয় করেছেন এসকে শাহরিয়ার ও শাহীন হোসেন।
অন্যদিকে, ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অফ ফ্লাডস’ তথ্যচিত্রটি ১২ বছর বয়সী সাহসী মেয়ে আফরিনের জীবনের গল্প ঘিরে নির্মিত, যিনি ব্রহ্মপুত্র নদীর একটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করেন। ভয়াবহ বন্যার সময় তার বাবাকে খুঁজে বের করার জন্য তার বিপদসঙ্কুল যাত্রা এই ডকুমেন্টারির মূল উপজীব্য। জলবায়ু পরিবর্তনজনিত শরণার্থীদের সংগ্রাম এবং বাস্তবতার চিত্র এতে তুলে ধরা হয়েছে। ১ ঘণ্টা ৩২ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ।
উল্লেখ্য, কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর, যেখানে মনোনীত চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের চলচ্চিত্র জগতে এমন আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।