নির্মাতা কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’–এ ফুল চরিত্রে অভিনয় করে নজর কাড়েন কিশোরী অভিনেত্রী নীতাংশি গোয়েল। তার অভিনয়গুণে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি এবার ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার পা রাখার অভিজ্ঞতাও হলো তার জন্য স্মরণীয়।
কান উৎসবের তৃতীয় দিনে ডোমিনিক মলের ফরাসি ক্রাইম-ড্রামা ছবি ‘দোসি ১৩৭’–এর প্রিমিয়ারে হাজির হন নীতাংশি। সেখানে তিনি পরেছিলেন ডিজাইনার মনিকা অ্যান্ড কারিশমা জুটির তৈরি একটি বিশেষ কাস্টমাইজড ব্ল্যাক অ্যান্ড গোল্ড গাউন। গাউনটির ওপরের অংশে ছিল সোনালি ফুলের মোটিফসহ কোরসেট ডিজাইন এবং নিচের অংশে ছিল ম্যাক্রামে ও তুলের সূক্ষ্ম কারুকাজ। ডিজাইনার মনিকা শাহ জানান, নীতাংশির কোমলতা ও চোখের দীপ্তি ফুটিয়ে তোলার জন্যই তারা এই ফ্যান্টাসি গাউনটি তৈরি করেছেন।
এর আগে কানের ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনী আয়োজনে অংশ নেন নীতাংশি গোয়েল। সেখানে তিনি পরেছিলেন মুক্তার কারুকাজে তৈরি আইভরি রঙের কাস্টম প্রি-ড্রেপড শাড়ি, সঙ্গে ছিল বেণিতে হেয়ার অ্যাকসেসরিস। ওই অ্যাকসেসরিসে উঠে এসেছে বলিউড কিংবদন্তিদের প্রতিকৃতি—মধুবালা, রেখা, শ্রীদেবী, হেমা মালিনীসহ আরও অনেকের ছবি। আন্তর্জাতিক অঙ্গনে তার এই শ্রদ্ধা ও স্টাইল স্টেটমেন্ট প্রশংসিত হয়েছে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতাংশি বলেন,
“আমার পেটের ভেতর প্রজাপতি উড়ছে! আমি সেই মেয়েটি, যে স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখা মেয়েদের সাহস জোগাতে চায়। এই মুহূর্তটা আমার— এবং আমি চাই, এটি অন্যদেরও স্বপ্ন দেখতে উৎসাহ দিক।”
২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশের নদিয়াতে জন্মগ্রহণ করা ১৭ বছর বয়সি নীতাংশি গোয়েল এরই মধ্যে ইনস্টাগ্রামে ১০.৭ মিলিয়নেরও বেশি অনুসারী পেয়েছেন।
‘লাপাতা লেডিস’-এর আগেও তিনি কাজ করেছেন এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, মাসুম সাওয়াল, ময়দান, ইনসাইড এজ, ইন্দু সরকারসহ একাধিক চলচ্চিত্রে। পাশাপাশি তিনি কথাক নৃত্যেও প্রশিক্ষিত।
নীতাংশির এই সাফল্য কেবল তার নিজের জন্য নয়, বরং স্বপ্ন দেখা প্রতিটি মেয়ের জন্য এক বড় অনুপ্রেরণা।